বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত
প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৩৭ দুপুর
নিউজ ডেস্ক

জামায়াতে ইসলামি সমর্থক আলোচিত বক্তা মুফতি আমির হামজাকে নিয়ে যেন বিতর্ক পিছু ছাড়ছে না। একটার পর একটা বিতর্ক তিনি সৃষ্টি করে যাচ্ছেন। অবশেষে নিজের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছেন আলোচিত এই বক্তা।বলেছেন, সামনে এ ধরনের বক্তব্য আর দেবেন না। দাঁড়িপাল্লা প্রতীকে মনোনয়ন পাওয়া এই বক্তাকে সতর্ক করেছে জামায়াতে ইসলামী। 

আমির হামজা গণমাধ্যমকে জানিয়েছেন, সংগঠন থেকে বিতর্কিত কোনো রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য দায়িত্বশীলরা তাকে সতর্ক করেছেন। দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল জানিয়েছেন- মাহফিলে কোনো বক্তব্য দেওয়ার সময় তিনি যেন সতর্ক হন। 

আমির হামজা বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি কোরআনের তাফসিরের বাইরে আর কিছু বলব না। কোনো বিষয়ে তুলনা করে কথা বলতে গেলেই প্যাঁচ লেগে যায়। আমি আর এসবের মধ্যে নেই।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান দেওয়া নিয়ে তার বক্তব্যের সমালোচনা প্রসঙ্গে আমির হামলা বলেন, সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে মুহসিন হলের নাম বলে ফেলেছি। এটা মুখ ফসকে হয়ে গেছে। আমি এজন্য ক্ষমাপ্রার্থী। মুহসিন হলে নিষিদ্ধ ছাত্রলীগের জামানায় অনেক জুলুম অত্যাচার হয়েছে। বাথরুমে দাঁড়িয়ে নামাজ আদায় করার ঘটনা ছাত্রদের কাছে শুনেছি। এমন তো না সেখানে কোনো জুলুম হয়নি। কিন্তু আমার এভাবে বলা উচিত হয়নি। আগামীতে সতর্ক থাকব। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে মদের বোতল প্রসঙ্গে তার কথা নিয়েও সমালোচনা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে ছিলাম। ওই ক্যাম্পাসে কী হতো সবাই জানে। আমি কী অপরাধ করলাম। এখন বলেছে মদের বোতলে পানি খায়। আমি কি জানি! যদি তাই হয় আমি দুঃখিত। আমি এসব নিয়ে আর কিছুই বলব না।

আমির হামজা বলেন, ওয়াজ করতে গেলে নানা বিষয়ে তুলনা করে আমরা কথা বলি। এতে ভুল হয়। আওয়ামী লীগের আমলে আমি জেলখানায় ছিলাম। জেলখানায় আমার ওপর অত্যাচার হয়েছে। আমি এখনো শারীরিক ও মানসিকভাবে সুস্থ নই। কথা বলতে গেলে ভুল হয়ে যায়। এখন থেকে সতর্ক থাকব।

এমএইচ/