গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা
প্রকাশ:
২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১৮ সকাল
নিউজ ডেস্ক |
![]()
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা তরুণদের দুটি রাজনৈতিক সংগঠন—গণঅধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—একীভূত হওয়ার আলোচনায় বসেছে। জানা গেছে, এ দুই দল একীভূত হলে অন্য আরও কিছু দলও এ প্রক্রিয়ায় যুক্ত হতে পারে। তবে একীভূত হওয়ার ক্ষেত্রে কয়েকটি জটিলতা রয়েছে। একীভূত হওয়ার পর নতুন নামে দল গঠন করা হবে নাকি বিদ্যমান কোনো দলের নামেই এগিয়ে যাবে—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি দলের নেতৃত্বে কে থাকবেন এবং কোন পদে কারা থাকবেন—তা নিয়েও আলোচনার অবকাশ রয়েছে। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ জানিয়েছেন, একীভূত হলেও এনসিপির নাম পরিবর্তন করা হবে না। বরং এক বা একাধিক দলকে এনসিপির সঙ্গে একীভূত করার ব্যাপারে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একীভূত হলে দলটি এনসিপি নামেই কার্যক্রম চালাবে। সম্ভাব্য প্রস্তাব অনুযায়ী, নাহিদ ইসলাম হবেন দলীয় প্রধান এবং নুরুল হক নুর থাকবেন দলের দ্বিতীয় অবস্থানে অথবা অন্য কোনো সম্মানজনক পদে। দুই দল থেকে ৫ জন করে নিয়ে মোট ১০ সদস্যের শীর্ষ পর্ষদ গঠনের বিষয়টিও আলোচনায় রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন সাংবাদিকদের বলেন, ‘রাজনীতিতে বিভিন্ন ধরনের আলোচনা সব সময় হয়। আরএইচ/ |