সংকট এড়িয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখার আহ্বান সালাহউদ্দিনের
প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০৩ দুপুর
নিউজ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ নতুন কোনো সংকট সৃষ্টি না করে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন।

শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’র তৃতীয় সংলাপে অংশ নিয়ে তিনি বলেন, “কোনো দল দাবি তুলতেই পারে। তবে তা জাতির ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। পরিবর্তন রাতারাতি হয় না। তাই ঐক্য ধরে রাখতে হবে, সংকট তৈরি করা যাবে না।”

ছাত্র প্রতিনিধিদের সরকারে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, “এটা সঠিক সিদ্ধান্ত হয়নি। সরকারে না গিয়ে তারা চাপ সৃষ্টিকারী শক্তি হিসেবে থাকতে পারত। পৃথিবীর কোথাও একইসঙ্গে সরকার ও বিরোধী দলে থাকার নজির নেই। যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে গেল, সেদিনই বুঝেছিলাম রাষ্ট্রগঠনে তাদের ভূমিকা শেষ হয়ে গেল।”

তিনি আরও যোগ করেন, “আমি আহ্বান জানালেই হবে না, সরকার থেকে সরে দাঁড়ানোর তাগিদটা ছাত্র প্রতিনিধিদের নিজেরাই অনুভব করতে হবে।”

জামায়াত নেতাদের উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, “পত্রিকায় পড়লাম, আপনাদের এক নেতা বলেছেন—কে সরকার হবে, কে বিরোধী দল হবে। এটা কি আপনারা নিজেরা ঠিক করবেন, নাকি জনগণ ঠিক করবে? এত আত্মবিশ্বাস থাকলে নির্বাচনে আসেন না কেন? নানা অজুহাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে কেন চাইছেন?”

আলোচনা ও আন্দোলনের সমন্বয় প্রসঙ্গে তিনি বলেন, “আলোচনায় বসার পাশাপাশি আন্দোলনে নামা আসলে স্ববিরোধিতা। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়েই আমরা আলোচনা করছি। তাই সমাধানও চাই আলোচনার মাধ্যমেই।”

এমএইচ/