এই সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে: খেলাফত মজলিস
প্রকাশ:
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৪ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছে ফ্যাসিবাদীদের বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য। কিন্তু গুরুত্বপূর্ণ সংস্কারগুলো পরবর্তী সরকারের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাঙ্ক্ষিত অগ্রগতি এখনো হয়নি। জুলাই জাতীয় সনদ-২০২৫ এখনো ঘোষণা হয়নি। অথচ ফ্যাসিবাদী হাসিনা ও তার সহযোগীদের বিচার, রাষ্ট্র সংস্কার এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা সময়ের দাবি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনার মাধ্যমে অনেক সংস্কার বিষয়ে ঐকমত্য গড়ে উঠেছে। এখন যদি পূর্ণাঙ্গ সংস্কার না হয়, তাহলে ভবিষ্যতের সরকার সেগুলো বাস্তবায়ন করবে কিনা তা নিয়ে জনগণের সন্দেহ রয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকেই জুলাই জাতীয় সনদ-২০২৫ ঘোষণা করে আইনি ভিত্তি প্রদান করতে হবে এবং এর ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। ড. আহমদ আবদুল কাদের অভিযোগ করেন, জনপ্রত্যাশার বিপরীতে সরকার প্রাথমিক বিদ্যালয়ে গান-নাচের শিক্ষক নিয়োগে প্রজ্ঞাপন জারি করেছে। অথচ দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি রয়েছে। এই সিদ্ধান্ত দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। তিনি অবিলম্বে উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, ফ্যাসিবাদী দলের বিচার কার্যক্রম দৃশ্যমান করা, তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত এবং প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানান। ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল ও অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল। সভা পরিচালনা করেন ঢাকা মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল হোসেন ও উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক। এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন আহমদ খন্দকার, ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এমএইচ/ |