ডেসকোর সৌরশক্তি উৎপাদনের উদ্যোগকে স্বাগত জানালেন বিডা চেয়ারম্যান
প্রকাশ:
১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩৩ রাত
নিউজ ডেস্ক |
![]()
নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ডেসকোর সৌরশক্তি উৎপাদন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, এ উদ্যোগ বিদ্যুৎ বিভাগের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের পরিকল্পনাকে আরও ত্বরান্বিত করবে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিডা ভবনে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ও বিডার মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ এমওইউ অনুযায়ী, বিডা ভবনের ছাদে ১৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্যানেল বসানো হবে। ডেসকোর পক্ষে কোম্পানি সচিব মোহাম্মদ কামরুজ্জামান এবং বিডার পক্ষে উপসচিব মো. মারুফুল আলম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ বলেন, “নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখনো অনেক নিচে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়াতে চাই।” চুক্তি অনুযায়ী, সমঝোতা স্মারকটির মেয়াদ হবে ২০ বছর, যা উভয় পক্ষের সম্মতিতে আরও বাড়ানো যাবে। সরকারের অগ্রাধিকারে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও ব্যবহারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এ প্রেক্ষাপটে ডেসকো সৌর বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে অবকাঠামো স্থাপন, পরিচালনা ও সংরক্ষণের দায়িত্ব পালন করবে, আর বিডা তাদের ভবনের ছাদ ব্যবহারের সুযোগ দেবে। এমএইচ/ |