বাংলাদেশ খেলাফত মজলিস মদিনা শাখার সভাপতির ইন্তেকাল, আমির ও মহাসচিবের শোক
প্রকাশ:
১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৬ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
বাংলাদেশ খেলাফত মজলিস মদিনা শাখার সভাপতি, আলেমেদ্বীন মাওলানা বশির আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বাদ আসর মদিনা মুনাওয়ারায় তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়। মরহুমের বাড়ি ফেনী জেলায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র ও এক কন্যাসন্তান রেখে গেছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ শোকবার্তায় গভীর শোক প্রকাশ করে বলেন, মাওলানা বশির আহমদ দ্বীন ও খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে ছিলেন এক নিবেদিতপ্রাণ কর্মী। তাঁর মৃত্যুতে সংগঠন একজন বিশ্বস্ত দাঈ ও অকৃত্রিম সংগঠককে হারালো। নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এমএইচ/ |