দোহায় আরব-মুসলিম শীর্ষ সম্মেলনের প্রস্তুতিসভায় পররাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২২ রাত
নিউজ ডেস্ক

দোহায় ইসরায়েলি হামলার প‌রিপ্রেক্ষিতে সোমবার (১৫ সে‌প্টেম্বর) কাতারের রাজধানী দোহায় আরব-মুসলিম শীর্ষ সম্মেলন বস‌ছে। আজ রবিবার (১৪ সে‌প্টেম্বর) দোহায় মন্ত্রী পর্যা‌য়েরর প্রস্তু‌তিমূলক সভা হ‌য়ে‌ছে, সেখা‌নে অংশগ্রহণ ক‌রে‌ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জা‌নি‌য়ে‌ছে, আরব-মুসলিম শীর্ষ সম্মেলনে যোগ দি‌তে আজ সকালে কাতারে পৌঁছেছেন পররাষ্ট্র উপ‌দেষ্টা। তি‌নি কাতা‌রের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আল থানির সভাপতিত্বে তিত্বতে আজ স‌ম্মেলনের মন্ত্রী পর্যা‌য়ের প্রস্তু‌তিমূলকসভায় যোগ দেন।

সভায় ওআইসির সেক্রেটারি জেনারেল হুসেন ইব্রাহিম তাহা এবং আরব লীগের সেক্রেটারি জেনারেল বক্তব‌্য দেন।

সম্প্রতি দোহায় ইসরায়েলি হামলার বিষ‌য়ে আলোচনা করতে জরুরি ভি‌ত্তি‌তে আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনের আয়োজন ক‌রে‌ছে কাতার। সোমবার দোহায় স‌ম্মেলন‌টি অনুষ্ঠিত হবে। সেখা‌নে বাংলা‌দেশ প্রতি‌নি‌ধিদ‌লের নেতৃত্ব দে‌বেন তৌ‌হিদ হো‌সেন।

এমএইচ/