মুফতি হাফেজ আহমদুল্লাহর জানাজা নিয়ে জামিয়া পটিয়ার জরুরি নির্দেশনা
প্রকাশ:
১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১৬ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া পটিয়ার শাইখুল হাদিস, প্রধান মুফতি ও সদরুল মুহতামিম প্রবীণ আলেম মুফতি হাফেজ আহমদুল্লাহ ইন্তেকাল করেছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) ভোর সাতটার দিকে চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর নামাজে জানাজা সম্পর্কে জামিয়া ইসলামিয়া পটিয়া কর্তৃপক্ষ জরুরি নির্দেশনা দিয়েছে। পটিয়া মাদরাসার ফেসবুক পেইজে দেওয়া জরুরি নির্দেশনায় বলা হয়- আজ রাত ৯টায় জামিয়া ইসলামিয়া পটিয়ার প্রাঙ্গণে হুজুরের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এছাড়া, নামাজে জানাজার পর জামিয়া ইসলামিয়া পটিয়ার দারুল ইফতা-য় হুজুরের সকল খোলাফা ও মুরিদানদের নিয়ে একটি জরুরি মাশওয়ারাহ অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। অতএব, হুজুরের সকল খোলাফা ও মুরিদানদের যথাসময়ে উপস্থিত হয়ে মাশওয়ারায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এসএকে/ |