ঢাকায় মাওলানা আব্দুর রহমান সিংকাপনী (রহ.)-এর জীবনীগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান মঙ্গলবার
প্রকাশ:
১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪২ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
বিশিষ্ট সাংবাদিক, রাজনীতিবিদ, ব্রিটিশবিরোধী ও খেলাফত আন্দোলনের সংগ্রামী নেতা মাওলানা আব্দুর রহমান সিংকাপনী (রহ.)-এর জীবনীগ্রন্থ “ব্রিটিশ বিরোধী আন্দোলন ও খেলাফত আন্দোলনের সংগ্রামী নেতা কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী” প্রকাশনা অনুষ্ঠান আগামী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। ঢাকা জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খান হলে বিকেল আড়াইটা থেকে অনুষ্ঠানের আয়োজন করেছে মাওলানা আব্দুর রহমান সিংকাপনী স্মৃতি সংসদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। সভাপতিত্ব করবেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী এবং জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি সি এম কয়েস সামী। প্রকাশিত গ্রন্থ সম্পর্কে আলোচনা করবেন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও গবেষক মুসা আল হাফিজ। এছাড়াও উপস্থিত থাকবেন— উল্লেখ্য, মাওলানা আব্দুর রহমান সিংকাপনী (রহ.) ১৯০৪-১৯০৮ খ্রিস্টাব্দে ঢাকার নবাববাড়ি মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি সর্বভারতীয় মুসলিম নেতৃবৃন্দের সংস্পর্শে এসে ইসলামী জাগরণ ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হন। ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় তিনি কারাবরণ করেন এবং মুসলিম জাগরণে বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত প্রবন্ধ লিখতেন। তাঁর জীবনীগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৭৭ সালে এডভোকেট সৈয়দ জয়নাল আবেদীন (রহ.)-এর রচনায়। এবার দ্বিতীয় প্রকাশনা রাহনুমা প্রকাশনী থেকে বের হচ্ছে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী ও মুফতি আব্দুল্লাহ রাজা চৌধুরীর যৌথ সম্পাদনায়। এসএকে/ |