ভিটামিন ডি: শরীরের জন্য অপরিহার্য একটি উপাদান
প্রকাশ:
১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৮ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
|| মুহাম্মদ মিজানুর রহমান || ভিটামিন ডি মানবদেহের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাট-দ্রবণীয় ভিটামিন, যা হরমোনের মতো কাজ করে। এটি শুধু হাড় ও দাঁতের স্বাস্থ্য রক্ষায় নয়, বরং রোগ প্রতিরোধ ক্ষমতা, স্নায়ুতন্ত্র, ও মেটাবলিজমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিটামিন ডি-এর উপকারিতা ইমিউন সিস্টেম সক্রিয় রাখে: সংক্রমণ প্রতিরোধে ভিটামিন ডি সহায়তা করে। কোভিড-১৯ মহামারির সময়ও এর গুরুত্ব আলোচনায় ছিল। হৃদরোগ প্রতিরোধে ভূমিকা: কিছু গবেষণায় দেখা গেছে, ভিটামিন ডি-এর ঘাটতি হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। মুড ও মানসিক স্বাস্থ্য: সিজনাল অ্যাফেকটিভ ডিজঅর্ডার (SAD) ও বিষণ্নতা কমাতে ভিটামিন ডি উপকারী। ভিটামিন ডি কোথা থেকে পাওয়া যায়? খাদ্য: চর্বিযুক্ত মাছ (স্যামন, টুনা, সার্ডিন), ডিমের কুসুম, দুধ ও দুগ্ধজাত পণ্য,ভিটামিন ডি-সমৃদ্ধ সিরিয়াল ও সয়ামিল্ক ভিটামিন ডি’র উৎস। ঘাটতির লক্ষণ ভিটামিন ডি শরীরের জন্য অপরিহার্য। সঠিক খাদ্যাভ্যাস, সূর্যালোক গ্রহণ ও প্রয়োজনে সাপ্লিমেন্টের মাধ্যমে ভিটামিন ডি-এর চাহিদা পূরণ করলে সুস্থ, শক্তিশালী ও রোগমুক্ত জীবন যাপন সম্ভব এসএকে/ |