মিয়াজী বাড়ি নূরানী হাফিজিয়া মাদ্রাসায় মুহতামিম নিয়োগ
প্রকাশ:
১১ সেপ্টেম্বর, ২০২৫, ০২:২৮ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
চাঁদপুর জেলার কচুয়া উপজেলার গোবিন্দপুরে অবস্থিত মিয়াজী বাড়ি নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা একজন দক্ষ, অভিজ্ঞ ও দায়িত্বশীল মুহতামিম নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রার্থীদের অবশ্যই নূরানী ট্রেনিংপ্রাপ্ত হাফেজ ও আলেম হতে হবে। পাশাপাশি বয়স ন্যূনতম ৪০ বছর হতে হবে এবং মুহতামিম হিসেবে অন্তত পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাদরাসার সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচিত প্রার্থীর মাসিক সম্মানী আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মিয়াজী বাড়ি নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা স্থানীয় শিশু-কিশোরদের কুরআন শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আবেদন ও যোগাযোগের জন্য: ০১৭১৫-৪২৭১৭৭ এসএকে/ |