চলছে জাকসু নির্বাচন, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার
প্রকাশ:
১১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৪ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে। ভোটগ্রহণ বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের ফটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল সোয়া ৮টার দিকে ক্যাম্পাসের পেছনের গেরুয়া এলাকা সংলগ্ন ফটকে ‘বহিরাগত প্রবেশ নিষেধ’ লেখা ব্যানার টানানো হয়। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পুলিশও মোতায়েন রয়েছে। ঢাকা জেলা পুলিশ সুপার (পিপিএম) আনিসুজ্জামান জানান, “জাকসু নির্বাচন ঘিরে এখন পর্যন্ত কোনো ঝুঁকি দেখা যায়নি। তবে অন্যান্য ফটকের তুলনায় গেরুয়া ফটকে বাইরের লোক প্রবেশের চেষ্টা হতে পারে। এজন্য সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য রাখা হয়েছে।” এবারের নির্বাচনে ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ প্রার্থী। নির্বাচন পরিচালনায় দায়িত্বে রয়েছেন ৬৭ জন পোলিং অফিসার (শিক্ষক) এবং সমান সংখ্যক সহায়ক পোলিং অফিসার (কর্মকর্তা)। ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভোট গণনা অনুষ্ঠিত হবে। এমএইচ/ |