আল-আযহারগামী শিক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৫ বিকাল
নিউজ ডেস্ক

বিশ্ববিখ্যাত ও প্রাচীনতম বিশ্ববিদ্যালয় আল-আযহার, মিসর কর্তৃক স্বীকৃত বাংলাদেশের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান দারুল আরকাম আল-ইসলামিয়া, উত্তরা আয়োজন করেছে আল-আযহারগামী শিক্ষার্থীদের বিদায় ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৬টায় উত্তরার সোনারগাঁও জনপথ রোডে জমজম টাওয়ারের ১২তম তলায় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মিসরের রাষ্ট্রদূত ওমর মুহি এলদিন আহমাদ ফাহমি। এছাড়াও উপস্থিত থাকবেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ, ঢাকা জেলার জেলা প্রশাসক ও ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি)।

এই আয়োজনে আল-আযহার বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত শিক্ষাক্রমের আলোকে দারুল আরকামের অগ্রযাত্রা, শিক্ষার্থীদের সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি দেশি-বিদেশি বিশিষ্ট শিক্ষাবিদ, কূটনীতিক ও গবেষকবৃন্দ এতে অংশগ্রহণ করবেন।

দারুল আরকাম আল-ইসলামিয়া, ঢাকা-এর প্রিন্সিপাল শায়খ মুহাম্মদ সানাউল্লাহ আল-আযহারী বলেন, প্রতি বছর আমাদের মাদরাসা থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য প্রাচীনতম বিশ্ববিদ্যালয় আল-আযহারে যান। এ শিক্ষার্থীরা শুধু আল-আযহারে শিক্ষালাভ করবে তা নয়, বরং তারা বাংলাদেশের ইসলামি শিক্ষার মান উন্নয়ন এবং সামাজিক নৈতিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই শিক্ষার্থীরা দেশে ইসলামি শিক্ষার নতুন দিশা, নৈতিক মূল্যবোধ ও দাওয়াতমূলক কার্যক্রমে নেতৃত্ব দেবে।

শায়খ মুহাম্মদ সানাউল্লাহ আরও বলেন, আমাদের লক্ষ্য হলো- কওমি ও আল-আযহার শিক্ষার মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন গড়ে তোলা, যাতে শিক্ষার্থীরা বৈশ্বিক শিক্ষার সঙ্গে দেশীয় শিক্ষার সমন্বয় সাধন করতে পারে।

এমএইচ/