সুশীলদের মন্ত্রীসভা হয়েছে, তারা কালো আইন প্রয়োগ করছে : মাসুদ কামাল
প্রকাশ:
০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৪৩ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, আমরা আগে সরকারের অনেক কিছু অপছন্দ করি, কিন্তু কালো আইনগুলি খুব পছন্দ করি। কারণ সেগুলো আমি যখন-তখন যার-তার ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। এই যে সন্ত্রাসবিরোধী আইন একটা কালো আইন, আমরা আগে বলেছি, সমস্ত সুশীলরা বলেছে। এখন সুশীলদের মন্ত্রীসভা হয়েছে তারা সেটা প্রয়োগ করতেছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে গণঅধিকার পরিষদের দাবির প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, নিষিদ্ধের দাবি করতেই পারে, যেকোনো পলিটিকাল পার্টিরই সেই অধিকার আছে। আপনি কালকে বলতে পারেন— বিএনপিকে নিষিদ্ধ করো; বিএনপি এই এই কাজ করছে, এই কাজ আমার পছন্দ হয় না। বলতে পারেন আপনি। কিন্তু আমার কথা হল— নিষিদ্ধের তো একটা নিয়ম থাকবে। আপনি কিভাবে নিষিদ্ধ করবেন, কোন প্রক্রিয়ায় নিষিদ্ধ করবেন, আইনটা কী? আপনি কি আদালতের মাধ্যমে নিষিদ্ধ করবেন? আদালতের কাছে অভিযোগ নিয়ে যাবেন; আদালতের বিচার বিবেচনা করে দেখবে। তারপর আদালত সিদ্ধান্ত দিবে, হ্যাঁ অথবা না। এতে আমার কোন আপত্তি নাই। কারণ আদালতের ওপর আমাদের ভরসা রাখতে হবে। তিনি বলেন, রাশেদ খান আজকে বলছে ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে। আট দিন আগেও বলেছে ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে। এইটা কি মামার বাড়ির আবদার? আদালতে যান, মামলা করেন। আপনি কেন নির্বাহী আদেশ চাচ্ছেন? তিনি বলেন, নির্বাহী আদেশে কোন দলকে নিষিদ্ধ করা আমি সমর্থন করি না। জামায়াত ইসলামকে তিন তারিখে নিষিদ্ধ করা হয়েছিল, আমি সেদিনই বলেছি এটা সমর্থন করি না। আমি মনে করি নির্বাহী আদেশে কোন পলিটিকাল পার্টিকে নিষিদ্ধ করা উচিত না। মাসুদ কামাল আরো বলেন, আমি জামাতকে নিষিদ্ধ সমর্থন করি না। এমনকি নির্বাহী আদেশে আওয়ামী লীগ যে হিজবুত তাহরীরকে নিষিদ্ধ করছিল আমি ওটাও সমর্থন করি না। তাদের নিষিদ্ধ করার কী কারণ ছিল? হিজবুত তাহরীর বিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন করছিল। তারা প্রমাণ করার চেষ্টা করছিল যে বিডিয়ার হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন সরকারের কেউ কেউ জড়িত আছে। এসএকে/ |