
| 	
        
			
							
			
			  নাভিরজ্জু: শিশুর সবচেয়ে স্পর্শকাতর ও যত্নের দাবি রাখে  
			
			
	
			
										প্রকাশ:
										০৩ সেপ্টেম্বর, ২০২৫,  ০৪:২০ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 মুহাম্মদ মিজানুর রহমান শিশুর জন্মের পর নবজাতকের শরীরে যে অংশটি সবচেয়ে স্পর্শকাতর ও যত্নের দাবি রাখে, তা হলো নাভিরজ্জু বা Umbilical cord stump। গর্ভাবস্থায় এই নাভিরজ্জু দিয়েই মায়ের শরীর থেকে শিশু পায় প্রয়োজনীয় পুষ্টি ও অক্সিজেন। জন্মের পর এই রজ্জুটির আর প্রয়োজন থাকে না এবং চিকিৎসক কেটে দেন। কিন্তু এরপর যা ঘটে, তা অনেক বাবা-মায়ের কাছেই রহস্যজনক, আবার অনেক সময় ভুল বিশ্বাস ও আচরণের জন্ম দেয়। নাভিরজ্জু নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা ১. নাভিরজ্জু শুকিয়ে না ফেলা পর্যন্ত গোসল করানো যাবে না — এটা আংশিক সত্য। আসলে যত্নসহকারে গোসল করালে কোনো সমস্যা হয় না।   বাস্তব যত্ন ও করণীয় নাভিরজ্জু কাটা জায়গা শুকনা রাখতে হবে। সেটা পরিষ্কার রাখুন, ভিজে গেলে নরম কাপড় দিয়ে মুছে ফেলুন, কোনোরকম তেল, পাউডার বা মলম ব্যবহার করা যাবে না। সাধারণত ৫–১৫ দিনের মধ্যে এটি শুকিয়ে পড়ে যায়। যদি লাল হয়ে যায়, দুর্গন্ধ বা পুঁজ দেখা যায়, তাহলে ডাক্তারের পরামর্শ নিন। নাভিরজ্জু পড়ে যাওয়ার পর হালকা রক্তপাত হতে পারে, কিন্তু তা বেশিক্ষণ চললে সতর্ক হতে হবে। স্থানটি শুকিয়ে স্বাভাবিক হয়ে গেলে শিশুর নাভি হয়ে ওঠে তার শরীরের একটি স্বাভাবিক অংশ। নাভিরজ্জু কোনো যাদু বস্তু নয়, বরং নবজাতকের জন্মোত্তর এক স্বাভাবিক অংশ, যার যত্ন বিজ্ঞানসম্মতভাবে নিলে শিশুর জন্য নিরাপদ ও সুস্থ বেড়ে ওঠার পথ সুগম হয়। ভুল ধারণা নয়, সঠিক তথ্যই হোক আপনার সন্তানের প্রথম সুরক্ষা। এমএইচ/  |