পাঁচ বছরে সাড়ে ৫ লাখ বৃক্ষরোপণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন
প্রকাশ:
০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৪৬ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশন শিক্ষা, সেবা ও দাওয়াহর ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যাপক খ্যাতি লাভ করেছে। সংস্থাটি পরিবেশ রক্ষায়ও বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে। চার দিকে যখন পরিবেশ ধ্বংসের মহড়া চলছে তখন আস-সুন্নাহ পরিবেশ রক্ষায় প্রতি বছরই গাছ লাগানোর কর্মসূচি পালন করছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেইজে জানানো হয়েছে, গত প্রায় পাঁচ বছরে আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে সাড়ে পাঁচ লাখ বৃক্ষরোপণ করা হয়েছে। এক পোস্টে বলা হয়, আস-সুন্নাহ ফাউন্ডেশন ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত রেকর্ডসংখ্যক ৫ লক্ষ ৫৩ হাজার ৭৭৯টি বৃক্ষরোপণ করেছে। এর আগে আস-সুন্নাহ ফেসবুক পেইজে আরেক পোস্টে বলা হয়- এ বছর বৃক্ষরোপণ প্রকল্পের আওতায় সর্বমোট বিতরণকৃত গাছের সংখ্যা ১ লক্ষ ৭৮ হাজার ৮৯২টি। এর মাধ্যমে শেষ হলো বৃক্ষরোপণ প্রকল্প ২০২৫ এর কার্যক্রম। যারা সদাকায়ে জারিয়ামূলক এই প্রকল্পে অর্থ সময় ও শ্রম দিয়ে সহায়তা করেছেন, মহান আল্লাহ সবাইকে উত্তম বিনিময় দান করুন- সেই দোয়া করা হয় আস-সুন্নাহর পক্ষ থেকে। এসএকে/ |