নির্ধারিত সময়ে সাক্ষর না করলে বেতন কর্তন কি বৈধ?
প্রকাশ:
০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৬ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
মুফতি অকিল উদ্দিন যশোরী মাদরাসায় নির্ধারিত সময়ে উপস্থিত হয়েও হাজিরা খাতায় সময় মত সাক্ষর না করলে বেতন কর্তন করা কি বৈধ হবে? প্রশ্ন- মুহতামিম সাহেব আইন করেছেন, মাদরাসার শিক্ষকবৃন্দ ডিউটির সময় উপস্থিত থাকার পরও নির্ধারিত সময়ে তিনদিন হাজিরা খাতায় স্বাক্ষর না করলে একদিনের বেতন কর্তন করা হবে । এমন আইন করা মুহতামিম সাহেবের জন্য কি বৈধ? এবং কোন শিক্ষক ডিউটির সময় উপস্থিত থাকার পরও তিন দিন সাক্ষর না করলে মুহতামিম সাহেব এক দিনের বেতন কর্তন করলেও উক্ত শিক্ষক কি একদিনের বেতনের হকদার হবে? উত্তর- শরীয়তের পরিভাষায় শিক্ষকবৃন্দ আজিরে খাস হয় । আর তারা ডিউটির সময় উপস্থিত থাকলে বেতনের হকদার হবেন । ডিউটির যতটুকু সময় উপস্থিত থাকবেন, ততটুকু সময়েরও পারিশ্রমিক পাবেন । অতএব মুহতামিম সাহেবের "সময়মত সাক্ষর না করলে একদিনের বেতন কর্তন করা হবে" আইনটি শরীয়ত সমর্থিত নয় । কোন শিক্ষক সময়মত মাদরাসায় উপস্থিত হয়ে তিনদিন সাক্ষর না করলেও সে বেতনের হকদার হবেন । মুহতামিম সাহেব এক দিনের বেতন কর্তন করে রাখতে পারবেন না । وإذا وقعت على وقت معلوم فتجب الأجرة بمضي الوقت إن هو استعمله أو لم يستعمله وبمقدار ما مضى من الوقت تجب الأجرة".
"النتف في الفتاوى" السغدي ٣٣٨ كتاب الإجارة، معلومية الوقت والعمل. دار الكتب العلمية. الطبعة الأولى ١٤١٨ھ - ١٩٩٦م. আননুতাফ ফিল ফাতাওয়া ৩৩৮ আরএইচ/ |