আলেমে রাব্বানী ক্বারী তৈয়ব (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 
প্রকাশ: ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২৬ রাত
নিউজ ডেস্ক

|| গুফরান হাবিবী ||

বিখ্যাত আলেমে দ্বীন, পটিয়া মাদ্রাসার বোয়ালি সাহেব (রহ.) এর বিশিষ্ট খলিফা এবং আল-জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসার সম্মানিত শিক্ষক হযরত আলহাজ্ব মাওলানা ক্বারী তৈয়ব (রহ.) সম্প্রতি ইন্তেকাল করেছেন। তাঁর স্মরণে আল-জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম, ঢাকা আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন সম্পন্ন হয়েছে।

 ১লা সেপ্টেম্বর ২০২৫, রবিবার সকাল ১১টায় আল-জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুমের জামিয়া মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাদীস মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা জহুরুল ইসলাম । 

মাওলানা জহুরুল ইসলাম বলেন, ‘হযরত মাওলানা তৈয়ব (রহ.) ছিলেন একজন প্রকৃত আল্লাহভক্ত ও দোয়া প্রার্থনায় নিষ্ঠাবান উস্তাদ। তিনি আজীবন তাহাজ্জুদ আদায় করতেন এবং জামাতের সাথে নামাজে ছিলেন অবিচল। দীর্ঘ ২০-২২ বছর সৌদিতে অবস্থানের পর দেশে ফিরে আবার শিক্ষকতা কর্মজীবন শুরু করেন। । আমরা তাঁর জন্য জান্নাতুল ফেরদৌসের উচ্চতম মাকাম কামনা করি।’

মাদরাসার উলামা, শিক্ষক, ছাত্র  এই স্মরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করে মরহুমের জীবন ও আদর্শ থেকে অনুপ্রেরণা গ্রহণ করেন এবং তার জন্য দোয়া করেন।

এসএকে/