ছোটকাল থেকেই বাচ্চাদের জিদ নিয়ন্ত্রণের ১০ কৌশল
প্রকাশ:
০১ সেপ্টেম্বর, ২০২৫, ০২:১২ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
|| মো. মোসাব্বির রাহমান || বাচ্চাদের বেড়ে ওঠার স্বাভাবিক অংশ হলো জিদ করা। নতুন কিছু চাওয়ার প্রবল ইচ্ছা বা নিজের মত প্রকাশের মাধ্যম হিসেবেই তারা অনেক সময় জেদ ধরে বসে। তবে অভিভাবকদের জন্য এই পরিস্থিতি সামলানো সহজ নয়। প্রথমেই মনে রাখতে হবে, জোরাজুরি বা বকাঝকা করে জিদ কমানো যায় না বরং এতে শিশু আরও একগুঁয়ে হয়ে ওঠে। তাই ধৈর্য ধরে তার কথা শুনতে হবে। যদি জিদ যুক্তিযুক্ত হয়, যেমন খেলাধুলা করতে চাওয়া বা স্বাস্থ্যসম্মত খাবার খেতে চাওয়া, তবে তা মেনে নেওয়া উচিত। আবার যদি জিদ ক্ষতিকর হয়, যেমন মোবাইল গেম দীর্ঘসময় খেলা বা অস্বাস্থ্যকর খাবার খাওয়ার জেদ, তবে শান্তভাবে না করার কারণ বুঝিয়ে বলতে হবে। সঠিক দিকনির্দেশনা, ভালোবাসা এবং ধৈর্যের মাধ্যমে বাচ্চাদের জিদ নিয়ন্ত্রণ করা সম্ভব, যা তাদের চরিত্র গঠনে সহায়ক ভূমিকা রাখবে। ১. শান্ত থেকে কথা বলুন ২. মনোযোগ দিয়ে শুনুন ৩. অন্য বিকল্প দিন: ৪. নিয়ম তৈরি করুন, শাস্তি নয় ৫. জেদের পেছনের কারণ বুঝুন ৬. ভালো আচরণের প্রশংসা করুন: ৭. ধৈর্য ধরে সময় দিন: ৮. আদর দিয়ে বোঝান ৯. খেলনার মাধ্যমে শেখান ১০. নিজে ভালো উদাহরণ দিন এই কৌশলগুলো ধীরে ধীরে প্রয়োগ করলে বাচ্চার জেদ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। এসএকে/ |