১৫ দিন ধরে খোঁজ মিলছে না কামরাঙ্গীরচরের হাফেজ তালহার
প্রকাশ:
৩১ আগস্ট, ২০২৫, ০৪:৪৪ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার বাসিন্দা হাফেজ মো. তালহা (১৬) গত ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সন্তানকে খুঁজে পেতে কামরাঙ্গীচর থানায় একটি সাধারণ ডায়রি করেছে তালহার পরিবার। সাধারণ ডায়রি নম্বর- ১৪৬৭। জিডি সূত্রে জানা যায়, তালহার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৫০ কেজি, মুখের আকৃতি স্বাভাবিক এবং মাথার চুল ছোট কালো রঙের। কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট বিকেল সাড়ে ৫টায় কামরাঙ্গীরচরের কুড়ার ঘাট এলাকা থেকে তালহা নিখোঁজ হন। সব আত্মীয়-স্বজন ও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে কামরাঙ্গীরচর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ তালহাকে খোঁজে পেলে কামরাঙ্গীরচর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়। এমএইচ/ |