জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে একমত জামায়াত
প্রকাশ:
৩০ আগস্ট, ২০২৫, ০৯:৫৩ রাত
নিউজ ডেস্ক |
![]()
জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধ করার দাবির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণ-অধিকার পরিষদের উত্থাপিত এ দাবির সঙ্গে তারা একমত। শনিবার (৩০ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তাহের বলেন, “নুরের ওপর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। এটি একটি পরিকল্পিত হামলা। তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।” তিনি আরও অভিযোগ করেন, নুরের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতীতের সরকারের দমননীতির কথা স্মরণ করিয়ে দিয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। একই সঙ্গে জাতীয় পার্টি নিষিদ্ধ করার দাবিতেও একাত্মতা প্রকাশ করেন। প্রসঙ্গত, শুক্রবার (২৯ আগস্ট) রাতে জাতীয় পার্টি ও গণ-অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সেনা ও পুলিশ সদস্যদের মারধরে নুরুল হক নুর আহত হন বলে অভিযোগ উঠেছে। এমএইচ/ |