নুরুল হক নূরের ওপর হামলায় সচেতন ছাত্র সমাজ নোয়াখালী’র তীব্র নিন্দা
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫, ০৪:৪২ দুপুর
নিউজ ডেস্ক

সচেতন ছাত্র সমাজ নোয়াখালীর উপদেষ্টা মাওলানা কবির আহমদ ও মাওলানা ইমরান নোমানী ও মাওলানা সাইফুল ইসলাম ধর্মপুরী যৌথ বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, সাবেক ছাত্রনেতা এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা নূরুল হক নূরের ওপর সংঘটিত বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আজ (৩০ আগস্ট) গণামধ্যামে প্রেরিত এক বিবৃতিতে এই নিন্দা জানায় সচেতন ছাত্র সমাজ নোয়াখালী।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জুলাই অভ্যুত্থানের পরবর্তী এই সময়ে একজন সম্মুখযোদ্ধা নেতার ওপর প্রকাশ্য হামলা জাতির মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এবং এ ঘটনা স্পষ্ট করেছে যে জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের নিরাপত্তা এখনো নিশ্চিত নয়। এটি কেবল একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়; বরং এটি জুলাই অভ্যুত্থানের চেতনা ও শহীদদের আত্মত্যাগের প্রতি সরাসরি আঘাত।

নেতৃবৃন্দ আরও বলেন, এ হামলা চালিয়েছে সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ আওয়ামী লীগের সেবাদাস জাতীয় পার্টির নেতাকর্মীরা। তাদের এই ন্যাক্কারজনক ভূমিকা প্রমাণ করে, তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং জনগণের রক্তক্ষয়ী আন্দোলনের আত্মত্যাগকে উপহাস করছে।

বিবৃতিতে নেতারা গতকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলারও তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন—হামলার পর পুলিশের পক্ষ থেকে ঘটনাটিকে বৈধতা দেওয়ার জন্য মিথ্যা বিবৃতি প্রদান করা হয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। পুলিশের দাবি ছিল, হামলার দৃশ্য এআই দ্বারা তৈরি; অথচ রিউমার স্ক্যানারসহ আন্তর্জাতিক মানের একাধিক ফ্যাক্ট-চেকিং সংস্থা ইতিমধ্যেই প্রমাণ করেছে যে পুলিশের দাবি মিথ্যা। এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য কেবলমাত্র রাষ্ট্রীয় সন্ত্রাসকে আড়াল করার প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।

সচেতন ছাত্র সমাজ নোয়াখালীর নেতৃবৃন্দ বলেন অবিলম্বে নূরুল হক নূরের ওপর হামলাকারী আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে বুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা ও পরবর্তী মিথ্যাচারের জন্য দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধেও কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তাঁরা বলেন, জনগণের শক্তি ও সত্যের শক্তির কাছে কোনো সন্ত্রাস কিংবা মিথ্যাচার টিকে থাকতে পারে না। শহীদদের রক্তের মর্যাদা রক্ষা এবং জুলাই অভ্যুত্থানের চেতনা অক্ষুণ্ণ রাখতে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।

এমএইচ/