রাজশাহী বিভাগে ২৭ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থী ঘোষণা
প্রকাশ:
৩০ আগস্ট, ২০২৫, ০৪:২৯ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
রাজশাহী বিভাগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টায় রাজশাহী মহানগরের পদ্মার পাড়স্থ সীমান্ত সম্মেলন কেন্দ্রে খেলাফত মজলিস রাজশাহী বিভাগ আয়োজিত মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় তত্ত্বাবধায়ক মাওলানা শেখ মুহাম্মদ সালাহউদ্দিন। প্রধান অতিথি ছিলেন নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন এবং কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য শায়খুল হাদীস মাওলানা আসাদুল্লাহ। বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক তারেক ফজল ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. এবিএম হাসানুজ্জামান হেলাল। প্রেস ব্রিফিংয়ে অধ্যাপক সিরাজুল হক বলেন, “গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জনগণের মধ্যে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের প্রবল প্রত্যাশা তৈরি হয়েছে। রাষ্ট্র সংস্কার, সংবিধানের মৌলিক পরিবর্তন, ধ্বসে পড়া নির্বাচনি ব্যবস্থা পুনর্গঠন, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক সমাজব্যবস্থা গড়ে তোলার এ ঐতিহাসিক সুযোগ কাজে লাগানো আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি নির্বাচনের আগে সংস্কার, ফ্যাসীবাদীদের বিচার, সমান সুযোগ নিশ্চিতকরণ ও জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তি দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এ ছাড়া সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর যৌথ বাহিনীর হামলার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের বিচারের দাবি করেন। সম্ভাব্য প্রার্থী তালিকা জয়পুরহাট জেলা বগুড়া জেলা নওগাঁ জেলা রাজশাহী জেলা নাটোর জেলা সিরাজগঞ্জ জেলা পাবনা জেলা এমএইচ/ |