প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়ন করতে হবে: মাওলানা জালালুদ্দীন আহমদ
প্রকাশ:
২৮ আগস্ট, ২০২৫, ০৬:২১ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, একটি জাতিকে এগিয়ে নিতে হলে প্রথমেই শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। প্রাথমিক শিক্ষকগণ জাতির ভিত্তি নির্মাণ করেন, অথচ আজও তারা অবহেলিত। এ অবহেলা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। বুধবার (২৭ আগস্ট) রাতে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারি মাস্টার এনামুল হক-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় মাওলানা জালালুদ্দীন আহমদ এসব কথা বলেন। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সমিতির সদস্য মোঃ গিয়াস উদ্দিন আহমেদ, সি এম এনামুল হক, মোঃ আল ইসলাম, আবুল কাশেম ও কামরুজ্জামান রাসেল। এসময় সরকার বরাবর শিক্ষক প্রতিনিধিরা প্রাথমিক শিক্ষকদের কয়েকটি দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে— মাওলানা জালালুদ্দীন আহমদ শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নের প্রতি একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেন, জাতির ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার গুরুদায়িত্ব প্রাথমিক শিক্ষকরা বহন করছেন। অথচ রাষ্ট্রের অবহেলায় তারা ন্যায্য মর্যাদা ও সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই বৈষম্য দূর করা এখন সময়ের দাবি। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শিক্ষকদের দীর্ঘদিনের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। এমএইচ/ |