জমিয়ত নরসিংদী জেলা শাখার কাউন্সিল ৩ সেপ্টেম্বর
প্রকাশ:
২৮ আগস্ট, ২০২৫, ০৬:১৪ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নরসিংদী জেলা শাখার কাউন্সিল অধিবেশন আগামী ৩ সেপ্টেম্বর (বুধবার) বিকেল ৩টায় নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করবেন জেলা জমিয়তের প্রধান উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আল্লামা বশির উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তের সভাপতি শায়খুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জমিয়তের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা লোকমান মাযহারী, মুফতি মাসউদুল কারীম কাসেমী, মাওলানা মোহাম্মদুল্লাহ জামী, মাওলানা হেদায়েতুল ইসলাম কাসেমী ও মাওলানা ইসহাক কামালসহ জেলার শীর্ষ নেতৃবৃন্দ। কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করবেন নরসিংদী জেলা জমিয়তের আহ্বায়ক মুফতি আব্দুর রহিম কাসেমী। এমএইচ/ |