৭ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের
প্রকাশ:
২৭ আগস্ট, ২০২৫, ০৪:০৮ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদ সংরক্ষণসহ ৭ দফা দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি জমা দিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র-শিক্ষক ও পেশাজীবীরা। বুধবার (২৭ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় এ স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে সকাল ১১টায় কাকরাইলের আইডিইবি ভবনের সামনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ হয়। পরে মিছিল নিয়ে যমুনার উদ্দেশে যাত্রা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পরিষদের আহ্বায়ক প্রকৌশলী মো. আখেরুজ্জামান ও সদস্য সচিব প্রকৌশলী মো. ইমাম উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গিয়ে প্রধান উপদেষ্টার একান্ত সচিবের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। ৭ দফা দাবি ১. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদ সংরক্ষণ। স্মারকলিপি জমা দেওয়ার পর মিছিলকারীরা ফের কাকরাইল অভিমুখে গেলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এরপরই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়। এমএইচ/ |