জেদ্দায় খেলাফত মজলিস আমিরের সংবর্ধনা ও দোয়া মাহফিল
প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫, ১১:১৩ দুপুর
নিউজ ডেস্ক

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সৌদি আরব গমন উপলক্ষে জেদ্দায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিলও।

সোমবার (২৫ আগস্ট) জেদ্দার হাইয়ার রাবেয়া মাত'আম আহলুল বদর হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেদ্দা মহানগর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুল মুকিত রুপাপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও দোয়া মাহফিলে মহানগর সহ-সেক্রেটারি মাওলানা আবদুল মুকিত গোলাপগঞ্জীর পরিচালায় বিশেষ অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মধ্যপ্রাচ্য জোন পরিচালক মাওলানা আহমদ বিলাল, পিএইচপি কুরআনের আলোর মহাসচিব শায়খ হাফিজ মাওলানা মহিউদ্দিন, পরিচালক মাওলানা হাফিজ জাকারিয়া।

সংবর্ধনা সভার বিশেষ আকর্ষণ ছিল পিএইচপি কোরআনের আলো ২০২৫  এর প্রথম বিজয়ী হাফিজ মুহিবল্লাহ মাসুম, ২য় বিজয়ী হাফিজ হোসাইন আহমদ, ২০২৪ এর প্রথম বিজয়ী হাফিজ রাফসান মাহমুদ জিসান, ৩য় বিজয়ী আনাস মাহফুজ, ৪র্থ বিজয়ী আবদুল্লাহ আল সানিমের মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত।

সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম সৌদি আরব শাখার সহ-সভাপতি মাওলানা হারিছ উদ্দিন, বিএনপি নেতা শাহ আলম, ইসলামী আন্দোলন জেদ্দা মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল ও ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা হাবিবউল্লাহ, জামায়াত নেতা মাসুদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা একেএম জিয়া উদ্দীন, এইচ এম সামিম আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম জেদ্দা মহানগরী সহ-সভাপতি মাওলানা মখলিসুর রহমান, জেদ্দা মহানগর সেক্রেটারি হাফিজ শায়খ শামসুজ্জামান গণী, সহ সেক্রেটারি হাফিজ মাওলানা নাসির উদ্দীন হবিগঞ্জী, সাংগঠনিক সম্পাদক হাফিজ শায়খ এনামুল হক মোমেনশাহী ও মাওলানা আতিকুর রহমান মাহফুজ, বায়তুলমাল সম্পাদক হাফিজ মাওলানা তালহা, প্রশিক্ষন সম্পাদক হাফিজ শায়খ এমরান বিন এনাম, প্রচার সম্পাদক হাফিজ শায়খ ইয়াকুব আলী।

দফতর সম্পাদক জনাব আতিকুর রহমান তালুকদার, দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আশরাফ আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা সুফিয়ান বিন সাদিক, শ্রম বিষয়ক সম্পাদক জনাব শাহিন আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফিজ আজহার বিন কামাল,  সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা এমদাদুর রহমান, যুব বিষয়ক সম্পাদক মাওলানা হাফিজ ফুয়াদ হামদুল্লাহ সালমান, সমাজকল্যান সম্পাদক হাফিজ ফখরুল ইসলাম, হাফিজ মাওলানা আল আনহার হামীদ, জনাব সালেহ আহমদ প্রমুখ।

সংগীত পরিবেশন করেন সৌদিআরব প্রবাসী নাশীদ ব্যান্ড এর জেদ্দা শাখার পরিচালক জনপ্রিয় সংগীত শিল্পী মাওলানা কাউসার আহমদ সিদ্দিকী, দেলোয়ার হোসাইন এবং হাফিজ আজহার বিন কামাল।

অনুষ্ঠানে আমিরে মজলিসকে জেদ্দা মহানগরীর পক্ষ থেকে মানপত্র প্রদান করা হয়।

আরএইচ/