সফলতা অর্জনে কোরআনে বর্ণিত ৩ গুণ
প্রকাশ:
২৬ আগস্ট, ২০২৫, ০৩:৪৫ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
মানবজীবনে সফলতার জন্য কিছু মৌলিক মাপকাঠি ও গুণাবলী অপরিহার্য। কোরআন, হাদিস ও অভিজ্ঞতার আলোকে এসব গুণ বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। তবে পবিত্র কোরআনের সুরা লুকমানে সফল ও হেদায়েতপ্রাপ্ত মানুষের তিনটি প্রধান গুণ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সুরা লুকমানের বর্ণনা অনুযায়ী সফলতার মূল চাবিকাঠি হলো— নামাজ আদায় করা, যাকাত প্রদান করা এবং আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা। এই তিনটি গুণ মানুষের জীবনকে জান্নাতের পথে পরিচালিত করে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন— الَّذِیۡنَ یُقِیۡمُوۡنَ الصَّلٰوۃَ وَ یُؤۡتُوۡنَ الزَّكٰوۃَ وَ هُمۡ بِالۡاٰخِرَۃِ هُمۡ یُوۡقِنُوۡنَ ؕ اُولٰٓئِكَ عَلٰی هُدًی مِّنۡ رَّبِّهِمۡ وَ اُولٰٓئِكَ هُمُ الۡمُفۡلِحُوۡنَ এ আয়াতে তিনটি গুণকে সফলতার ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে। নিয়মিত সালাত আদায় মানুষকে আল্লাহর আনুগত্যে স্থায়ী করে এবং পাপ থেকে বিরত রাখে। যাকাত প্রদানের মাধ্যমে দুনিয়াবি সম্পদের প্রতি আসক্তি হ্রাস পায়, আত্মত্যাগ ও পরোপকারের মানসিকতা গড়ে ওঠে। আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস মানুষকে দায়িত্বশীল করে তোলে, জবাবদিহিতার বোধ জাগ্রত করে এবং স্বেচ্ছাচারিতা থেকে বিরত রাখে। ফলে তারা আর নিছক প্রাণীর মতো মুক্তভাবে জীবন কাটায় না; বরং একজন দায়িত্বশীল বান্দা হিসেবে আল্লাহর গোলামি স্বীকার করে এবং সর্বদা তাঁর সন্তুষ্টির পথে চলার চেষ্টা করে। এমএইচ/ |