তুরস্কে আন্তর্জাতিক স্কলার সম্মেলনে জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদ
প্রকাশ:
২৬ আগস্ট, ২০২৫, ০৯:০৪ সকাল
নিউজ ডেস্ক |
![]()
তুরস্কের বুরসায় চলমান আন্তর্জাতিক স্কলার সম্মেলনে যোগ দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ড. মাওলানা শোয়াইব আহমদ। ২২ আগস্ট শুরু হওয়া এই সম্মেলন ২৮ আগস্ট শেষ হবে। ড. মাওলানা শোয়াইব আহমদ সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা নিজের ফেসবুকে তুলে ধরছেন। সোমবার (২৫ আগস্ট) এক ফেসবুক পোস্টে তিনি জানান- ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর মুসলিম স্কলার্স-এর উদ্যোগে বুরসায় আয়োজিত ‘বিশ্বের বিভিন্ন দেশের বরেণ্য আলেমদের উপস্থিতি’তে আজ ২৫ আগস্ট সোমবারের অন্যতম তাৎপর্যপূর্ণ সেশন ছিল— ‘مسلمو أوروبا بين العطاء والتحديات’ (ইউরোপের মুসলিমরা: অবদান ও চ্যালেঞ্জসমূহ) এই আলোচনায় উঠে এসেছে— ইউরোপের মুসলিমরা জ্ঞান, শিক্ষা, দাওয়াত ও সামাজিক সেবার মাধ্যমে কীভাবে সমাজে ইতিবাচক অবদান রেখে যাচ্ছে। একই সঙ্গে ইসলামফোবিয়া, ধর্মীয় পরিচয় রক্ষা, প্রজন্ম গঠন ও ঐক্য ধরে রাখার মতো বড় বড় চ্যালেঞ্জের কথাও গুরুত্বের সাথে আলোচিত হয়েছে। আমাদের উপলব্ধি হওয়া উচিত— মুসলিমরা যেখানে-ই থাকুক, কেবল ভোগের জীবন নয়; বরং অবদান রাখাই হলো তাদের প্রকৃত দায়িত্ব। চ্যালেঞ্জকে ভয় নয়, বরং হিকমাহ, ঐক্য ও প্রজ্ঞার মাধ্যমে সেটিকে সুযোগে রূপান্তর করাই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। সত্যিই, ইউরোপে মুসলিমদের ইতিবাচক ভূমিকা প্রমাণ করে যে ইসলাম একটি সার্বজনীন দীন—যা কেবল ব্যক্তিগত নয়, বরং গোটা মানবতার কল্যাণের জন্য প্রেরিত। রোববার (২৪ আগস্ট) এক পোস্টে তিনি জানান, আন্তর্জাতিক উলামা সংস্থার উদ্যোগে বুরসায় আয়োজিত ‘পৃথিবীর বিভিন্ন দেশের বরেণ্য আলেমদের উপস্থিতি-তে আজকের অন্যতম গুরুত্বপূর্ণ সেশন ছিল ‘خارطة النظر الفقهي’ (ফিকহি দৃষ্টিভঙ্গির মানচিত্র)। জ্ঞানই মানুষের আসল শক্তি। আর ফিকহি জ্ঞানের গভীরতা আমাদের চিন্তাকে সঠিক পথে পরিচালিত করে, উম্মাহকে ঐক্যবদ্ধ করে। ড. ফজল মুরাদের উপস্থাপনায় এই আলোচনায় ফিকহি চিন্তাধারার বিস্তৃত দিগন্ত, বিভিন্ন মতামতের মধ্যে ভারসাম্য রক্ষা এবং যুগোপযোগী সমাধান খোঁজার গুরুত্ব তুলে ধরা হয়। এই ধরনের আলোচনা আমাদেরকে ইলমে দীনের গভীরে পৌঁছে দেয় এবং উম্মাহর ঐক্য ও অগ্রগতিতে সহায়ক হয় ইনশাআল্লাহ। আজকের সেশনে ড. ফজল মুরাদ আমাদের সামনে তুলে ধরলেন ‘خارطة النظر الفقهي’ – (ফিকহি দৃষ্টিভঙ্গির মানচিত্র) যেখানে ফিকহী চিন্তার সৌন্দর্য, ভিন্নমতের মাঝে সমন্বয় আর হিকমাহর দিকগুলো প্রধানভাবে ফুটে ওঠে। সত্যিকারের আলেমরা শুধু হুকুম জানেন না, বরং হিকমাহ বোঝেন। এই উপলব্ধিই আমাদের আগামী দিনের দাওয়াতি কাজকে আলোকিত করবে, ইনশাআল্লাহ। আরএইচ/ |