
|  ইয়েমেন জুড়ে ত্রিশের অধিক বিমান হামলা, নিহত ৬  
										প্রকাশ:
										২৫ আগস্ট, ২০২৫,  ০৫:৪৫ বিকাল
					 নিউজ ডেস্ক | 
|   
 ইসরায়েল ইয়েমেনের 'সানআ'য় বিদ্যুৎকেন্দ্র,তেল শোধনাগার ও রাষ্ট্রপতি ভবনসহ বিভিন্ন স্থানে ত্রিশের অধিক বিমান হামলা চালিয়েছে। আল মাসিরাহর তথ্য মতে সর্বশেষ এতে ৬ জন নিহত এবং ৮৬ জন আহত হয়েছেন। রোববার (২৪ আগস্টা) ইসরায়েল এই হামলা পরিচালনা করে। ব্রিকস নিউজ-এর প্রতিবেদন অনুসারে, গত শুক্রবার ইয়মেনের সশস্ত্র গোষ্ঠি হুথির ব্যালেস্টিক মিসাইল ও ড্রোন হামলার জবাবে ইসরাইলের এমন একটি বড় হামলা করছে। যা অনেক বড় অভিযানের ইঙ্গিত বহন করে। সূত্রঃ আল জাজিরা, ব্রিকস নিউজ এমএইচ/ |