শাপলাকেন্দ্রিক অবদানে ভূমিকায় সম্মাননা দেবে শাপলা স্মৃতি সংসদ
প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৫, ১১:৩১ দুপুর
নিউজ ডেস্ক

শাপলাকেন্দ্রিক বিভিন্ন কর্মকাণ্ডে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানাতে আগামী ৩০ আগস্ট শনিবার রাজধানীর কাকরাইলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সম্মাননা ও সম্মিলনী ২০২৫’। এ আয়োজন করছে শাপলা স্মৃতি সংসদ।

গত শনিবার (২৪ আগস্ট ২০২৫) বাদ আসর শাপলা স্মৃতি সংসদের নির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে জানানো হয়, ২০১৩ সালের শাপলা চত্বর আন্দোলনের পরবর্তী সময়ে বিভিন্ন কাজে যেসব অংশীজন অবদান রেখেছেন, তাদের এ অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আবুল হাসানাত জালালী। এছাড়াও নির্বাহী পরিষদের সদস্য মাওলানা হাসান জুনাইদ, মাওলানা ইলিয়াস হামিদী, মাওলানা এহসানুল হক, মাওলানা আদনান মাসউদ, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা ইবরাহিম জামিল, মাওলানা জাকির হুসাইন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা এহতেশামুল হক সাখী, মাওলানা মাহমুদুল হাসান সাগর, মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান, মাওলানা আরিফুর রহমান, মুহাম্মাদ কামাল উদ্দীন ও ইমাম হুসাইন ইলাত।

আরএইচ/