কারী আব্দুল খালিক আসআদী অসুস্থ হয়ে হাসপাতালে
প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৫, ০৮:৫৬ সকাল
নিউজ ডেস্ক

বর্ষীয়ান আলেমে দীন, রাজধানীর শীর্ষ দীনি প্রতিষ্ঠান জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের প্রতিষ্ঠাতা কারী আব্দুল খালিদ আসআদী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

কারী আব্দুল খালিক আসআদীর ছেলে মাওলানা ওয়ালী উল্লাহ আরমান ফেসবুকে এক পোস্টে লেখেন- আমাদের মুহতারাম আব্বা কারী আব্দুল খালিক আসআদী (হা.ফি.)-কে গুরুতর অসুস্থ অবস্থায় আজ (রোববার) বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার বয়স ৯০ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগলেও আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার রহমতে এখনো রাজধানী মিরপুরের ঐতিহ্যবাহী দীনী মারকায জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে সকালে দরস দান করেন। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।

কারী আব্দুল খালিক আসআদী বরেণ্য আকাবিরের সান্নিধ্যপ্রাপ্ত। মিরপুরের জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয় তাঁকে। শাইখুল ইসলাম হজরত মাওলানা হোসাইন আহমদ মাদানী রহ.-এর জন্য নিবেদিতপ্রাণ এই প্রবীণ আলেম দারুল উলুম দেওবন্দে বিশেষভাবে মূল্যায়িত হয়ে থাকেন। দীর্ঘদিন যাবত দেওবন্দে কেউ পড়তে গেলে বাংলাদেশ থেকে কারী আব্দুল খালিক আসআদীর সত্যায়ন নিয়ে যেতে হয়। এর আগে মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ রহ. এবং মাওলানা নূর হোসাইন কাসেমী রহ.-এর সত্যায়নও মূল্যায়ন করা হতো।

আরএইচ/