সিলেটে দুই বুজুর্গের ওপর স্মারকগ্রন্থ প্রকাশ উপলক্ষে মতবিনিময় সভা
প্রকাশ:
২৫ আগস্ট, ২০২৫, ০৮:৪৫ সকাল
নিউজ ডেস্ক |
![]()
খলিফায়ে মাদানী আল্লামা আবদুল গাফফার শায়খে মামরখানী রহ. ও শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী রহ.-এর জীবন ও কর্মভিত্তিক জীবনী স্মারক প্রকাশ উপলক্ষে এক মতবিনিময় সভা গত শনিবার (২৩ আগস্ট) বাদ মাগরিব সিলেটের দরগাহ মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন খলিফায়ে মামরখানী শায়খ মাওলানা হাসান চৌধুরী। মুনশীবাজার মাদরাসার নায়েবে মুহতামিম হাফিজ মাওলানা মুহাম্মদ আবদুল হান্নান মামরখানীর উপস্থাপনায় সভায় মূলত খলিফায়ে মাদানী আল্লামা আবদুল গাফফার শায়খে মামরখানী রহ. ও শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী রহ. এর জীবন ও কর্মভিত্তিক প্রকাশিতব্য স্মারক গ্রন্থ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন: মাওলানা মাশুক উদ্দীন, মুহতামিম দরগাহ মাদরাসা, শায়খুল হাদীস মাওলানা মাহমুদ হুসাইন দরগাহ মাদরাসা, শায়খুল হাদীস মাওলানা সালেহ আহমদ দরগাহ মাদরাসা, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা আবদুল খালিক দারুসসালাম মাদরাসা, মাওলানা আবুল খায়ের বিতঙ্গলী দরগাহ মাদরাসা, মুফতি সিদ্দিক আহমেদ চিশতি কাজীরবাজার মাদরাসা, শায়খ মাওলানা আবদুল হান্নান, শায়খুল হাদীস মাওলানা মাহমুদ হুসাইন, মুনশীবাজার মাদরাসা, মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী, মাওলানা শায়খ আবদুল জব্বার সাহেবজাদায়ে মামরখানী, মাওলানা নেহাল আহমদ প্রিন্সিপাল জামিয়াতুল উলুমুল ইসলামিয়া সিলেট, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, হাফিজ মাওলানা জামাল উদ্দিন, মাওলানা সিরাজুল ইসলাম দারুল হুদা মাদরাসা, মুফতি রশিদ আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, শায়খ মুফতি জামিল আহমদ, শায়খ মাওলানা আবদুল মালিক, শায়খ মাওলানা ইসহাক আহমদ, মাওলানা জয়নুল ইসলাম জামেয়া দারুল ইসলাম, মাওলানা মাহবুব সিরাজি, মাওলানা এহতেশামুল হক ক্বাসিমি, মাওলানা এনামুল হক জালালাবাদি, মাওলানা এনামুল হক, মাওলানা এবাদুর রহমান, মাওলানা ইয়াকুব হোসাইন জাকির, ভার্থখলা মাদরাসা, মাওলানা ইকবাল হাসান জাহিদ, মাওলানা আবদুল ওয়াদুদ, ভার্থখলা মাদরাসা, মাওলানা মজিবুর রহমান, মাওলানা আবদুস সামাদ। মাওলানা আবুল কালাম জামেয়াতুল খায়ের, মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা ওয়ালি উল্লাহ ভারপ্রাপ্ত নাজিম মুনশীবাজার মাদরাসা, মাওলানা নজরুল ইসলাম তোয়াকলী, মাওলানা আহমদুল হক উমামা, মাওলানা সিদ্দিক আহমেদ চৌধুরী, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা রশিদ আহমদ, ইমাম বায়তুল আমান জামে মসজিদ, মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, ডা. মাওলানা মুস্তফা আহমদ আজাদ, জনাব মাহবুবুর রহমান, কাজী মামুনুর রশীদ, ডা. মামুন আহমদ, মাওলানা তাহের আহমদ চৌধুরী, মাওলানা জামিল আহমদ মাদরাসাতুত তাকওয়া, মাওলানা মুজিবুর রহমান খান, মাওলানা হুসাইন আহমদ শাহ কারার, মাওলানা ইয়াহইয়াউল কারীম, মাওলানা মামুনুর রশীদ, সিলেট আলিয়া মাদরাসা, মাওলানা শাব্বির আহমদ শিব্বির, মুফতি মুহিউসসুন্নাহ, গহরপুর মাদরাসা, মাওলানা রায়হান উদ্দিন শ্রিরামপুর মাদরাসা, মাওলানা আবদুল হালিম, মাওলানা মনজুর আহমদ সালিম, মেওয়া মাদরাসা, হাফিজ মাওলানা আবদুল হলিম, মাওলানা হুসাইন আহমদ মাদরাসাতুল মাদিনা সিলেট, মাওলানা আবদুল হলিম, মাওলানা ফারুক আহমদ প্রমুখ উলামায়ে কেরাম ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভা শেষে শায়খে মামরখানী রহ. ও শায়খুল হাদীস রহ.-এর রুহের মাগফিরাত এবং তাঁদের মর্যাদা বৃদ্ধি কামনায় একইসঙ্গে মুনশীবাজার মাদরাসার স্মারকগ্রন্থ প্রকাশের কাজে আল্লাহর নুসরতের জন্য বিশেষ মোনাজাত করা হয়। আরএইচ/ |