নোয়াখালীতে খেলাফত মজলিসের দাওয়াতী কার্যক্রম উদ্বোধন
প্রকাশ:
২৪ আগস্ট, ২০২৫, ১২:০১ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা উত্তর শাখার উদ্যোগে “দাওয়াতী মাস ২০২৫” এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টায় চৌমুহনী পাবলিক হল চত্বরের সামনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা উত্তর শাখার সভাপতি মুফতী ইউসুফ আল মাদানী। তিনি বলেন, “শাইখুল হাদীস আল্লামা মামুনুল হকের নেতৃত্বে সকল মুসলিম জাতিকে বাংলাদেশ খেলাফত মজলিসের ছায়াতলে সমবেত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা উত্তর শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতী ইউসুফ আল মাদানী, সেক্রেটারি মাওলানা খালেদ মাহমুদ, সহ-সেক্রেটারি মাওলানা আমির হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন, বেগমগঞ্জ থানার সভাপতি মুফতী ফজলুল করিম, সেক্রেটারি মাওলানা শাহ আলম, যুব মজলিস জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নুর উদ্দিন, বায়তুল মাল সম্পাদক আবদুর রহমান, সহ সম্পাদক ইয়াসিন মুহাম্মদ ইয়াসিন, প্রচার সম্পাদক মোবারক বিন মোর্শেদ, খেলাফত ছাত্র মজলিসের সাংগঠনিক সম্পাদক আরাফাত বিন জাহাঙ্গীরসহ অন্য নেতৃবৃন্দ। আরএইচ/ |