বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় দায়িত্বশীল পুনর্মিলনী
প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৫, ১১:০৫ দুপুর
নিউজ ডেস্ক

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় দায়িত্বশীল পুনর্মিলনী শনিবার (২৩ আগস্ট) রাতে রাজধানীর পুরানা পল্টনের ওয়েস্টন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

এতে আরও বক্তব্য দেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আব্দুল আজিজ, অ্যাডভোকেট শেখ শুয়াইব আহমদ, মাওলানা এমদাদ বিন আশরাফ,  মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, মাওলানা জাহিদুজ্জামান, মাওলানা আব্দুর রহীম সাঈদ, মাওলানা মোল্লা খালেদ সাইফুল্লাহ প্রমুখ।

আরএইচ/