ফরিদপুরে সতন্ত্রপ্রার্থী মুজাহিদ বেগের উদ্যোগে চক্ষু চিকিৎসা সেবা পেল হাজারো মানুষ
প্রকাশ:
২৪ আগস্ট, ২০২৫, ১০:২০ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি ফরিদপুরের ভাঙ্গার পৃথক পৃথক স্থানে টানা ২ দিন ব্যাপী প্রায় হাজারো রোগীকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল উপজেলার পূর্ব সদরদী বিদ্যালয় চত্বরে এবং এর আগেরদিন শনিবার মালীগ্রাম আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প সেবা অনুষ্ঠিত হয়েছে।এনিয়ে গত দু, দিনে হাজারো গরিব ও অসহায় মানুষের চোখের ছানি পড়া রোগীদের বিনামূল্যে এ সেবা দেওয়া হয়। চক্ষু সেবা ক্যাম্পে নিয়োজিত ছিলেন ৪জন চক্ষু চিকিৎসক। সূত্রে জানা যায় , বেসরকারি চক্ষু সেবামূলক প্রতিষ্ঠান আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশন বাংলাদেশ আই ট্রাষ্ট হসপিটাল এবং ইস্পাহানি চক্ষু চিকিৎসা কেন্দ্র এবং হাসপাতালের উদ্যোগে এ কার্যক্রমের আয়োজন করা হয়। চক্ষু ক্যাম্পের উদ্বোধণ করেন আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশন এর মহাসচিব ও ফরিদপুর-৪ আসনের আগামী সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মুজাহিদ বেগ। চক্ষু ক্যাম্প উদ্বোধন শেষে তিনি বলেন, আমার পরিবার সব সময় অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখছে।যারা অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত তাদের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছি। এছাড়াও যুবকদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় উৎসাহ প্রদান, ভয়াবহ মাদকের হাত থেকে দূরে থাকতে খেলাধুলায় উৎসাহিত করছি।তিনি বলেন, আমি নির্বাচিত হতে পারলে মানুষ ও এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি এই কাজগুলো সবসময় চলমান থাকবে। এ পর্যন্ত আমি প্রায় ৩৬ হাজার গরিব অসহায় চক্ষু রোগিকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছি। তিনি আরও বলেন, যেহেতু আমি নির্বাচন করব সেহেতু আমি সেবামুলক কাজের মাধ্যমে এগিয়ে যেতে চাই। আগামী ডিসেম্বরের মধ্য দুই থেকে তিন হাজার গরিব ও অসহায় মানুষের ছানি অপারেশন করে দিতে পারি সেই ব্যবস্থা করবো, ইনশা আল্লাহ। আরএইচ/ |