রংপুর বিভাগে ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
প্রকাশ:
২৩ আগস্ট, ২০২৫, ০৭:১০ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। শনিবার (২৩ আগস্ট) এক উলামা মাশায়েখ ও সুধী সমাবেশে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সমাবেশে প্রধান অতিথি দলের নায়েবে আমির মুফতি আবদুল হামিদ বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের স্বার্থে জুলাই সনদ ঘোষণা ত্বরান্বিত করা এং তার আইনি ভিত্তি দিতে হবে। নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত ও প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতে নির্বাচন কমিশন ও সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নির্বাচনের পূর্বেই ফ্যাসিস্টদের বিচার দৃশ্যমান করতে হবে। খেলাফত মজলিস চায় বিভেদ নয় ঐক্য। আমরা জুলাই গণ-অভ্যুত্থানের সকল পক্ষের প্রতি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে ও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানাচ্ছি। জাতি এই মুহূর্তে দেশপ্রেমিক ও ইসলামী শক্তির ঐক্যবদ্ধতা কামনা করছে। শনিবার দুপুর ২টায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সামাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও রংপুর জোন পরিচালক মাওলানা আবু সাইয়্যেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাস্টার সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো: মিজানুর রহমান, রংপুর জোন সহকারী পরিচালক অধ্যাপক এ কে এম গোলাম আজম, অধ্যাপক তৌহিদুর রহমান মন্ডল রাজু। উলামা মাশায়েখ ও সুধী সমাবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন। রংপুর বিভাগে ৩৩ আসনে খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি প্রতিকে সম্ভাব্য প্রার্থীদের তালিকা: পঞ্চগড় জেলা: ঠাকুরগাঁও জেলা: দিনাজপুর জেলা: নীলফামারী জেলা: লালমনিরহাট জেলা: রংপুর জেলা: কুড়িগ্রাম জেলা: গাইবান্ধা জেলা: এমএইচ/ |