সময় টিভির সাংবাদিকদের ওপর হামলায় বাংলাদেশ খেলাফত মজলিসের নিন্দা
প্রকাশ:
২৩ আগস্ট, ২০২৫, ০৪:৫২ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
সময় টেলিভিশনের দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। শনিবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ভোলার দৌলতখান উপজেলায় একটি বৃহৎ রাজনৈতিক দলের স্থানীয় এক নেতা ‘মব’ সৃষ্টি করে সময় টিভির সহযোগী সিনিয়র রিপোর্টার নাসির উদ্দিন লিটন ও ভিডিও জার্নালিস্ট উৎপল দেবনাথের ওপর প্রকাশ্যে হামলা চালান। সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিককে মারধর করা হয়, ক্যামেরা ভাঙচুর করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের ওপর হামলা মানে সত্যকে রুদ্ধ করার চেষ্টা। এ ধরনের বর্বরোচিত কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি।” খেলাফত মজলিস মহাসচিব হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ভুক্তভোগী সাংবাদিকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা প্রশাসনের নৈতিক ও আইনি দায়িত্ব। তাই ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এসএকে/ |