এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান সম্পন্ন 
প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫, ০৪:২৪ দুপুর
নিউজ ডেস্ক

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে এসএসসি/সমমান পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন মজলিস ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) রাজধানীর কেরাণীগঞ্জ থানায় ঘাটারচর স্কুল মাঠে আছরের পর এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্কুল-কলেজ সম্পাদক আহমাদ মুরসালিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা নূর মোহাম্মদ। প্রধান আলোচক ছিলেন খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সহকারী প্রশিক্ষণ সম্পাদক মোল্লা মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ এবং বিশেষ আলোচক ছিলেন ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শাহরিয়ার আলম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব মজলিস কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, যুব মজলিস ঢাকা জেলা দক্ষিণ সভাপতি মাওলানা শফিক বিন মুত্তালিব ও ছাত্র মজলিস ঢাকা জেলা দক্ষিণ সভাপতি ওমর ফারুকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক উৎকর্ষ সাধনের পাশাপাশি কোরআন-সুন্নাহর আলোকে জীবন গড়ে তোলার আহ্বান জানান এবং কৃতিদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এমএইচ/