‘‌কচুয়াকে দাওয়াতি কার্যক্রমের মডেল হিসেবে গড়তে চাই’
প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫, ০২:৪৩ দুপুর
নিউজ ডেস্ক

বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাস উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ ও যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় কচুয়া পৌরসভা সংলগ্ন এক মিলনায়তনে নেতাকর্মী ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খেলাফত মজলিসে যোগ দেন।

কচুয়া উপজেলা শাখার সভাপতি মুফতি নুরুল ইসলাম মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আনিসুর রহমান কাসেমী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ খেলাফত মজলিস একটি আদর্শভিত্তিক ইসলামী আন্দোলনের ধারক ও বাহক। আমরা কচুয়া উপজেলাকে দাওয়াতি কার্যক্রমের একটি মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।”

তিনি আরও বলেন, “ইসলামের সোনালি ইতিহাস আমাদের শিক্ষা দেয়—আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত থাকলেই সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কচুয়া পৌরসভা শাখার সভাপতি মাওলানা রিয়াসুল হক মজুমদার, সহ-সভাপতি কাজী আবু হানিফ, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আহসান হাবিব ও মাওলানা কারী বেলাল হুসাইন প্রমুখ।

এসএকে/