মুফতি তালহার পদের স্থগিতাদেশ প্রত্যাহার জমিয়তের
প্রকাশ:
২৩ আগস্ট, ২০২৫, ১০:৪৩ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
সাবেক সংসদ সদস্য মুফতি শহীদুল ইসলামের ছেলে মুফতি তালহা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব। সম্প্রতি স্ত্রীর সঙ্গে তার বিরোধের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়। এর পরিপ্রেক্ষিতে জমিয়ত তার পদ স্থগিত করে এবং বিষয়টি তদন্তের জন্য দুই সদস্যের কমিটি করে দেয়। তবে শেষ পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দলের পদ ফিরিয়ে দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম। শুক্রবার (২২ আগস্ট) জমিয়তের অফিস সম্পাদক হেদায়তুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪/০৫/২০২৫ ঈ. তারিখে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা তালহা ইসলামের দলীয় পদ স্থগিত করে দলের পক্ষ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং তার বিরুদ্ধে তার পরিবারের আনীত অভিযোগসমূহের সত্যতা যাচাইয়ের জন্য একই তারিখে ২ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠিত হয়। উক্ত তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে দলের সম্মানিত সভাপতির আদেশক্রমে অদ্য ২২ আগস্ট ২০২৫ ঈ. তারিখে পূর্বের জারিকৃত স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হলো। আরএইচ/ |