গুম-খুনের জন্য হাসিনার বিচার আবশ্যক: মির্জা ফখরুল
প্রকাশ:
২২ আগস্ট, ২০২৫, ০৮:১৪ রাত
নিউজ ডেস্ক |
![]()
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মাটিতে গুম ও হত্যাকাণ্ডের জন্য সাব্যস্তভাবে দায়ী পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার অবশ্যই হতে হবে। শুক্রবার বিকেলে ঢাকায় জাতীয় সংসদ ভবনের সামনে ‘মায়ের ডাক’ আয়োজিত মানববন্ধন ও চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার গুম কমিশনকে জনগণের কাছে নিয়ে আসতে ব্যর্থ হয়েছে। যেসব পরিবার তাদের স্বজন হারিয়েছেন, তাদের কান্না থামানো হয়নি। আমরা এই পরিবারগুলোর পাশে আছি এবং যতক্ষণ না বিচার নিশ্চিত হয়, আমাদের সমর্থন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, “গুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং একটি মানবতার বিরুদ্ধে অপরাধ। বাংলাদেশের ১৭শ নেতাকর্মীকে গুম করা হয়েছে, আমাদের ৬০ লাখের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড।” এসময় তিনি শিক্ষার্থীদের, রাজনৈতিক নেতাকর্মী ও সচেতন নাগরিকদের উদ্দেশ্যে বলেন, “ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ কখনও ন্যায্য হতে পারে না। আমাদের দেশে প্রথমবারের মতো এই রকম ঘটনা ঘটেছে এবং এর জন্য বিচার নিশ্চিত করা জরুরি।” অনুষ্ঠানে ‘মায়ের ডাক’-এর সভাপতি সানজিদা ইসলাম তুলি, এবি পার্টির সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিএনপির উপদেষ্টা প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল এবং অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এসএকে/ |