ভোলার জনবান্ধব এসিল্যান্ড মেহেদী হাসানের বদলি আদেশ বাতিল চায় উপজেলাবাসী
প্রকাশ: ২২ আগস্ট, ২০২৫, ০৬:০৪ বিকাল
নিউজ ডেস্ক

হাসনাইন আহমেদ হাওলাদার (ভোলা জেলা প্রতিনিধি)

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে জনবান্ধব উদ্যোগে আলোচনায় আসেন মোঃ মেহেদী হাসান। সততা, নিষ্ঠা ও মানবিক দায়িত্ববোধ দিয়ে তিনি সরকারি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন। দালালমুক্ত ভূমি অফিস গড়ে তোলা থেকে শুরু করে প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো—সবকিছুতেই তিনি হয়ে উঠেছেন আস্থার প্রতীক।

স্থানীয়রা জানান, ভূমি অফিসে দীর্ঘদিনের অনিয়ম ও দালালচক্রের দৌরাত্ম্য তাঁর দায়িত্ব গ্রহণের পর কঠোরভাবে দমন করা হয়। শুধু তাই নয়, গত ৫ আগস্ট পৌরসভার প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর পৌরসভার কার্যক্রমেও আসে শৃঙ্খলা। অবৈধ ড্রেজার, দখলদার, প্রভাবশালী ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে তিনি অল্প সময়েই সর্বস্তরের মানুষের প্রশংসা অর্জন করেন।

গরিব ও অসহায় মানুষের জন্য তাঁর দরজা সবসময় খোলা ছিল। যেকোনো নাগরিক হয়রানির শিকার হলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নিতেন। তাঁর প্রতিটি পদক্ষেপ যেন জনকল্যাণের দৃষ্টান্ত হয়ে উঠেছিল। হঠাৎ তাঁর বদলির খবরে তাই ব্যথিত হয়ে পড়েছে পুরো উপজেলাবাসী।

সাধারণ মানুষের প্রশ্ন— “মানুষের জন্য ভালো কাজ করাতেই কি তাঁকে এত দ্রুত বদলি করা হলো?” তাঁদের মতে, একজন কর্মকর্তা যখন যুগান্তকারী পরিবর্তন ঘটাতে সক্ষম হন, তখন তাঁর হাতে নেওয়া কাজগুলো সম্পন্ন করার সুযোগ দেওয়া উচিত ছিল।

উপজেলাবাসীর দাবি, মেহেদী হাসানের বদলি আদেশ বাতিল করে তাঁকে এখানেই রাখা হোক। তাঁরা বিশ্বাস করেন, সৎ ও আদর্শবান কর্মকর্তারা রাষ্ট্রের প্রকৃত সম্পদ। সরোয়ার আলম, আব্দুল কুদ্দুস কিংবা আকবর আলী খানের মতো সৎ আমলাদের ধারাবাহিকতায় মেহেদী হাসানও তেমনি একজন প্রতিচ্ছবি, যিনি জনকল্যাণে নিবেদিতপ্রাণ।

সুখী, সুন্দর ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে এমন কর্মকর্তাদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তাই স্থানীয়দের আন্তরিক আবেদন—বদলি আদেশ পুনর্বিবেচনা করে তাঁকে বোরহানউদ্দিনেই রাখা হোক।

উল্লেখ্য, গতকাল (২১ আগস্ট) বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের প্রজ্ঞাপনে বোরহানউদ্দিনের এসিল্যান্ড মোঃ মেহেদী হাসানকে বরিশালের গৌরনদীতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলির আদেশ দেওয়া হয়।

এসএকে/