সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের উদ্বোধন
প্রকাশ:
২২ আগস্ট, ২০২৫, ০৮:৪৭ সকাল
নিউজ ডেস্ক |
![]()
গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) সাভার বলিয়ারপুরের জমজম নুর সিটি মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের সাভার থানার দাওয়াতি মাসের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে৷ উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা মহিউদ্দিন রব্বানী (সংসদ সদস্য প্রার্থী ঢাকা-১৯)৷ সাভার থানার সভাপতি ও ঢাকা-২ (সাভার- কেরানীগঞ্জ) আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাফেজ নুর মোহাম্মদের সভাপতিত্বে উক্ত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, জেলা সভাপতি শায়খুল হাদিস মাওলানা আনোয়ার হোসেন কাসেমী, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফারুক হোসাইন, জেলা সহ- সভাপতি মাওলানা শাহেদ জহিরি, বরিশাল-৫ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা সহ- সভাপতি মুফতি সুলতান মাহমুদ, মাওলানা আব্দুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক মুফতি নাজমুল ইসলাম শাকিল, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি খন্দকার কাউসার হুসাইন, জেলা শ্রমিক মজলিসের সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানা সাধারণ সম্পাদক মুফতি মাহফুজ হায়দার কাসেমী ও সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদুল হাসান আওলাদ৷ অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন। এমএম/ |