‘সাদাপাথরে’ অভিযান চালালেন ডিসি সারওয়ার
প্রকাশ: ২২ আগস্ট, ২০২৫, ০৭:৪৬ সকাল
নিউজ ডেস্ক

সিলেটের ‘সাদাপাথর’ এলাকাকে আগের রূপে ফিরিয়ে দিতে সবকিছু করা হবে বলে জানিয়েছেন সিলেটের নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর গতকাল বৃহস্পতিবার ( ২১ আগস্ট ) দুপুরে ছুটে যান পাথর লুটের জন্য বহুল আলোচিত জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর এলাকায়।

সেখানেই পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। পরে বিকালে ফেরার পথে তিনটি স্টোন ক্র্যাশার মিলে অভিযান চালিয়ে বেশ কিছু লুটের পাথর উদ্ধার করেন।

সারওয়ার বলেন, “সাদাপাথর থেকে যাতে আর একটি পাথরও চুরি না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে দিতে যা যা করা দরকার তাই করা হবে। কারা লুট-পাট কাণ্ডে জড়িত, কেন এবং কিভাবে করেছে সেগুলোও পর্যালোচনা করা হবে।”

আর যাতে সিলেটের পাথর লুট হতে না পারে সেজন্য আরও কঠোর নজরদারির ব্যবস্থা করা হবে বলে জানিয়ে তিনি বলেন, “লুণ্ঠিত পাথরগুলো কোথায় কোথায় আছে, সেটি খোঁজে বের করে আমরা প্রতিস্থাপন করছি। আশা করছি, কিছুদিনের মধ্যে সাদাপাথর আগের অবস্থায় ফিরে আসবে।”

পাথর লুণ্ঠনের কারণগুলো চিহ্নিত করলে প্রতিরোধ ব্যবস্থা জোরদার সম্ভব জানিয়ে তিনি বলেন, “আপাতত আমরা তিনটি বিষয় সামনে রেখেে এগোচ্ছি। লুণ্ঠিত পাথর উদ্ধার ও প্রতিস্থাপন, জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং আর যাতে পাথর লুণ্ঠন বা চুরি না হয় সে ব্যাপারে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা।” 

এমএম/