সীমান্তে ৫ বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ
প্রকাশ:
২১ আগস্ট, ২০২৫, ১১:২৪ রাত
নিউজ ডেস্ক |
![]()
পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে পাঁচ বাংলাদেশি নারীকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার ২১ আগস্ট বিকেলে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ফেরত দেওয়া নারীরা হলেন– জেসমিন সুলতানা (৩৬), পারভীন খাতুন (৩৮), শিরিনা পারভীন (৩২), আমিনা আক্তার (৪০) ও লাবণী আক্তার (৩০)। তাদের বাড়ি নওগাঁ, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। তাদের তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি। জানা যায়, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন জানায়, বিএসএফের দেওয়া এক তথ্য যাচাই করে ভারতের অভ্যন্তরে আটক পাঁচ নারীর বাংলাদেশি পরিচয় নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠক হয়। বৈঠকের মাধ্যমে তাদের ফেরত নেওয়া হয়। তারা এক বছর আগে অবৈধভাবে ভারতে যান এবং সেখানে বাসাবাড়ি ও পার্লারের কাজ করে বসবাস করছিলেন। গত ১৬ মে ভারতের গুজরাট থেকে ভারতীয় সিআইডি পুলিশ তাদের আটক করে। পরদিন থেকে তারা মহারাষ্ট্র পালঘর মহিলা আশ্রয়কেন্দ্রে পুলিশের হেফাজতে ছিলেন। গত ১৭ আগস্ট তাদের শিলিগুড়ি ১৮ ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করে ভারতীয় পুলিশ। গত ৩ মাসে ১২ দফায় পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৮৯ জনকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেয় বিএসএফ। এমএম/ |