নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে ইসি
প্রকাশ:
২১ আগস্ট, ২০২৫, ০৪:০৫ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশন ভবনে বৈঠক শুরু হয়। বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত আছেন বলে জানা গেছে। রোডম্যাপ চূড়ান্তের পরই সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনাররা বৈঠকে বসবেন। কবে এই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে সেটিও জানাবে ইসি। ইসির সূত্রগুলো জানিয়েছে, এখন পর্যন্ত নির্বাচন কমিশন যে পরিকল্পনা করেছে, সে অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ দেশের একটি গণমাধ্যমে বলেন, কর্মপরিকল্পনা নিয়ে আমরা বৈঠক শুরু করলাম। অনেকগুলো বিষয় থাকায় আজকের মধ্যে সম্ভব নাও হতে পারে। সে ক্ষেত্রে রবিবার-সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভোটের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে বলে আগেই এক বক্তব্যে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। গত ৫ আগস্ট সন্ধ্যায় জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে বলে ঘোষণা দেন। চলতি বছরের শুরুতে যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে, সে অনুযায়ী ১২ কোটি ৩৭ লাখ ভোটার আগামী নির্বাচনে ভোট দিবে। এবার প্রথম বারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী ভোটাররা। এমএইচ/ |