গাজা শহর দখলের পরিকল্পনা ব্যর্থ হবে: হামাস
প্রকাশ:
২১ আগস্ট, ২০২৫, ০২:১৭ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
গাজা সিটি দখলের জন্য ইসরায়েলের নতুন সামরিক পরিকল্পনাও অতীতের মতো ব্যর্থ হবে বলে সতর্ক করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বুধবার এক বিবৃতিতে এ মন্তব্য করে সংগঠনটি। খবর আনাদোলুর। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ‘গিডিয়ন’স চ্যারিওটস ২’ নামে নতুন অভিযানের অনুমোদন দেওয়ার পরপরই হামাস এই প্রতিক্রিয়া জানায়। হামাস জানায়, “ইসরাইলের এই অভিযানও পূর্বের মতোই ব্যর্থ হবে। তারা গাজার দখল নিতে পারবে না এবং গাজায় তাদের জন্য কোনো বিজয়ের আনন্দ অপেক্ষা করছে না।” বিবৃতিতে আরও বলা হয়, এই সামরিক পরিকল্পনা যুদ্ধবিরতি ও বন্দিবিনিময়ের লক্ষ্যে মধ্যস্থতাকারীদের চলমান প্রচেষ্টাকে অসম্মান করে। হামাস দাবি করে, তারা মধ্যস্থতাকারীদের প্রস্তাব মেনে নিতে প্রস্তুত থাকলেও, ইসরায়েলি সরকার গাজা ধ্বংস, দক্ষিণে জনগণকে বাস্তুচ্যুত করা এবং বেসামরিক মানুষের বিরুদ্ধে নৃশংস যুদ্ধ চালিয়ে যাওয়ার নীতি অব্যাহত রেখেছে। হামাসের দাবি, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যস্থতাকারীদের প্রস্তাব উপেক্ষা করাই প্রমাণ করে যে, তিনি বন্দিদের মুক্তির বিষয়ে আন্তরিক নন, তাদের জীবনের প্রতি তার কোনো দায়িত্বশীলতা নেই এবং তিনিই চুক্তি ভঙ্গের দায়ী। বিবৃতির মাধ্যমে হামাস মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানায়—ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে। এসএকে/ |