৪৫ বছর চার্চের পাদ্রি থাকার পর মুসলমান হলেন গুল্ড ডেভিড
প্রকাশ:
২০ আগস্ট, ২০২৫, ০৮:২৯ রাত
নিউজ ডেস্ক |
![]()
অস্ট্রেলিয়ায় দীর্ঘ ৪৫ বছর চার্চের পাদ্রি হিসেবে দায়িত্ব পালন করার পর ইসলাম গ্রহণ করেছেন গুল্ড ডেভিড। ইসলাম গ্রহণের পর তিনি নতুন নাম নিয়েছেন আব্দুর রহমান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে তিনি নিজের ইসলাম গ্রহণের অভিজ্ঞতা শেয়ার করেন। জানান, ভগ্নিপতির শেষকৃত্যে যোগ দিতে তিনি পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ শহরে যান। সেখানে কৌতূহলবশত একটি মসজিদে প্রবেশ করলে ইমাম তাকে একটি কুরআন উপহার দেন। কুরআন অধ্যয়ন ও ইসলাম নিয়ে গবেষণা শুরু করার পর তিনি নিজের বিশ্বাস নিয়ে দ্বিধায় পড়েন এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন যেন সত্যের পথ দেখান। অবশেষে তিনি উপলব্ধি করেন, জ্ঞানতাত্ত্বিক ও আধ্যাত্মিক প্রতিটি দিক থেকেই কুরআন নিশ্চিতভাবে আল্লাহর বাণী। আব্দুর রহমান বলেন, “আলহামদুলিল্লাহ, আমি পার্থের সেই মসজিদের ইমাম সাহেবের সঙ্গে যোগাযোগ করি এবং ফোনে শাহাদাহ পাঠ করি।” সূত্র: ব্রিকস্ নিউজ মিডিয়া সাক্ষাৎকার এমএইচ/ |