মুরাদনগরে জমিয়তের ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি
প্রকাশ:
১৯ আগস্ট, ২০২৫, ০৪:৫৯ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, মুরাদনগর উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকালে মুরাদনগর বাজার জামে মসজিদে উপস্থিত সবার প্রস্তাবনার ভিত্তিতে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মাহবুবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবু হানিফ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুর রহমান আল-মুজাফফার ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাওলানা ইয়াহইয়া ইউনুসী। কাউন্সিল অধিবেশনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, কুমিল্লা জেলা শাখার সভাপতি মুফতি আমজাদ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও কুমিল্লা মহানগর শাখা'র সাধারণ সম্পাদক মুফতি শামসুল ইসলাম জিলানী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মারুফুর রহমান, কুমিল্লা সদর দক্ষিণের সেক্রেটারি মুফতী ইয়াকুব আলী ও কুমিল্লা মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোশারফ হোসাইন। এছাড়া মাওলানা মুফতি আবুল ফারাহ ফরিদী মুফতি মহিউদ্দিন,মুফতি আতাউল হক, মাওলানা আবু হানিফ, মাওলানা আবু ইউসুফসহ উপজেলার সর্বস্তরের ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। এমএইচ/ |